১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ছাড়া বিকল্প নেই : জুনায়েদ হাবিব

-

রাজধানী গুলিস্তানস্থ ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী এক বক্তব্যে বলেছেন, ‘কাদিয়ানিদের কাফের বলা যাবে না। কে কাফের তা আল্লাহ জানেন।’ আমাদের প্রশ্ন, তিনি কি এটা বুঝে বলেছেন, নাকি না বুঝে বলেছেন! কাদেরকে কাফের বলা হবে এবং কাদেরকে বলা হবে না তা আল্লাহ তাআলা প্রায় সাড়ে ১৪ শ বছর আগেই ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাই উলামায়ে কেরাম ও এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবি অনতিবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন। তাদেরকে অমুসলিম ঘোষণা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।

তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী তার বক্তব্যে বলেন, কাদিয়ানীরা তাদের ভ্রান্ত মতবাদ প্রচার করে এদেশের মুসলমানদেরকে ঈমানহারা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে বিশ্বের অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। অথচ উলামায়ে কেরাম দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানানোর পরও কাদিয়ানী সম্প্রদায়কে কোন অদৃশ্য কারণে অমুসলিম ঘোষণা করতে সরকার কালক্ষেপণ করছে তা আমাদের বোধগম্য নয়। ইনশাআল্লাহ কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঈদের পর আমরা নতুন কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামব।
এ সময় আরো বক্তব্য দেন, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা সাইমুম সাদী প্রমুখ।


আরো সংবাদ



premium cement