১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা শিক্ষক গ্রেফতার

-

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগে গৃহশিক্ষক কুমার জয়ন্ত নন্দীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে উজিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকাল সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।
এর আগে মঙ্গলবার রাতে ওই কলেজছাত্রীর বাসা খালি থাকার সুযোগে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে শিক্ষক জয়ন্তের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী কলেজছাত্রী বাদি হয়ে উজিরপুর মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
ওসি জাফর আহম্মেদ বলেন, কলেজছাত্রীর ছোট ভাইয়ের গৃহশিক্ষক কুমার জয়ন্ত নন্দী। ঘটনার সময় ছোট ভাই প্রাকৃতিক কাজে বাইরে যান। সেই সুযোগে ধর্ষণচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই শিক্ষক এক সময় ভুক্তভোগী কলেজছাত্রীকেও পড়াতেন। মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে কলেজছাত্রী একা ছিলেন। সেই সুযোগে ওই শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ বলেন, কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলার পরপরই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement