১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শোক সংবাদ : আকতারুল ইসলাম

-

বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলাম (৬৯) গত মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী,পুত্র-কন্যাসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
বুধবার সুখানপুকুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিগদাইড় ইউপির চেয়ারম্যান সহিদুল হক টুল্লু, সুখানপুকুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজার রহমান শিপলু, বীরমুক্তিযোদ্ধা নুর আলম, সোনাতলা প্রেস ক্লাবের সহসভাপতি মিজানুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ, আব্দুস ছালাম। সোনাতলা (বগুড়া) সংবাদদাতা।

 


আরো সংবাদ



premium cement