তুরস্কের স্থানীয় নির্বাচনে ফল পরিবর্তন নিয়ে ব্যাপক সহিংসতা
- আন্তর্জাতিক ডেস্ক
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
নির্বাচনী ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার দুই দিন পর তুরস্কের স্থানীয় নির্বাচনে কুর্দিপন্থী দলের নবনির্বাচিত মেয়রের পরিবর্তে সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী ঘোষণাকে কেন্দ্র করে কুর্দি প্রধান অঞ্চলগুলোতে ব্যাপক সহিংসতা হয়েছে। আপিল আদালতের রায়কে আমলে নিয়ে তুরস্কে নির্বাচন কমিশন বিজয়ী প্রার্থীর দল বাতিল করে।
এ দিকে ফলাফল পরিবর্তনের পাশাপাশি অন্য একটি জেলায় পুনরায় নির্বাচনের ঘোষণাও দিয়েছে ক্ষমতাসীন নির্বাচন কমিশন। ওই জেলায় একে পার্টি প্রার্থী হেরেছে।
রয়টার্সের পাওয়া পূর্বাঞ্চলীয় ভ্যান শহরের নির্বাচনী বোর্ডের একটি নথিতে দেখা গেছে, নির্বাচিত প্রার্থীর পরিবর্তে এরদোগানের একে পার্টি (একেপি) থেকে ওই জেলায় দ্বিতীয় হওয়া প্রার্থীকে মেয়র হওয়ার ম্যান্ডেট দেয়া হবে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিরোধীরা। তারা এর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করবেন। কুর্দিপন্থী ডিইএম পার্টি কর্তৃপক্ষকে তার দলের বিজয়ী প্রার্থী আবদুল্লাহ জেইদানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, অন্যান্য ফলাফলকেও চ্যালেঞ্জ করবে তারা।
এ দিকে নতুন ফলাফল ঘোষণার পরপরই কয়েক শ’ লোক দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি শহরে জড়ো হয়ে সহিংস বিক্ষোভ করতে থাকে। তা ছাড়া ইস্তাম্বুলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা