এডিবির কাছে বর্ধিত বাজেট সহায়তা চায় বাংলাদেশ
- বিশেষ সংবাদদাতা
- ০৩ এপ্রিল ২০২৪, ০১:৪২
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে বর্ধিত হারে বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে এডিবি ভাইস প্রেসিডেন্ট (সেক্টর ও থিম্স) ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সাথে বৈঠককালে এ অনুরোধ জানান অর্থমন্ত্রী আবুল হাসান। অর্থসচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, এডিবির কাছে আরো বাজেট সহায়তা চাওয়া হয়েছে। তারা বাজেট সাপোর্ট দেবে। ওরা আসছেই তো এ জন্য। আমরা এডিবির বার্ষিক সম্মেলনে যাচ্ছি, সেখানে আরো আলোচনা হবে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ইতোমধ্যে বাংলাদেশকে ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। গত বছরের ১১ ডিসেম্বরে এ-সংক্রান্ত চুক্তি সই করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার কাছ থেকে থেকেও ৯ কোটি ডলারের বাজেট সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
অর্থমন্ত্রী বলেন, এডিবির সাথে সম্পর্ক ডেভেলপ করছে ৫০ বছর ধরে। এটা আরো ভালো হবে, আরো শক্তিশালী হবে। এডিবির সাথে সম্পর্ক যেভাবে উন্নত হচ্ছে এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং, তারা আমাদের প্রয়োজন বুঝতে পারছে। আমরা খুবই সন্তুষ্ট। দেশের অর্থনীতির চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এডিবির কোনো অবজারভেশন আছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, না কোনো অবজারভেশন নেই, ওরা খুব খুশি।
অর্থ সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার বলেন, এডিবি আমাদের ৫০ বছরের বন্ধু। আমরা তাদের কাছ থেকে ফান্ড পেয়ে আসছি, ভবিষ্যতে সেটা যেন অব্যাহত থাকে এবং আরো বাড়ে, সেজন্য অর্থমন্ত্রী অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে বাজেট সাপোর্ট আমাদের নতুন উইন্ডো, বাজেট সাপোর্টে এডিবি আমাদের অনেক হেল্প করেছে। করোনার সময় আমাদের বাজেট সাপোর্টে দেয়ায় আমরা ইকোনমির দ্রুত রিকোভারি করতে পারছি। এ দিকে বাজেট সহায়তা বাড়ানোর বিষয়ে এডিবির অবস্থান জানতে চাইলে ভাইস প্রেসিডেন্ট (সেক্টর ও থিম্স) ফাতেমা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
পর্যালোচনায় দেখা যায়, সাম্প্রতিক অর্থবছরগুলোতে সরকারের বাজেট সহায়তার পরিমাণ বেড়েছে। মূলত কোভিড-১৯ পরবর্তী সময়ে টিকা কেনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বাজেট সহায়তার পরিমাণ বেড়েছে। এ ছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট সহায়তা নেয়ার কার্যক্রম জোরদার করেছে সরকার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরে সরকার ১৭৬ কোটি ডলার, ২০২২১-২২ অর্থবছরে ২৫৯ কোটি ডলার এবং ২০২০-২১ অর্থবছরে ১০৯ কোটি ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা নিয়েছে সরকার। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে বাজেট সহায়তার পরিমাণ ছিল প্রায় ২৫ কোটি ডলার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা