১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে ইলেকট্রিক শক দিয়ে টাকা ছিনতাই আটক ৪

-

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় এক চালককে গাড়ি ভাড়া নেয়ার কথা বলে ইলেকট্রিক শক দিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে আকবরশাহ শাপলা আবাসিক এলাকা থেকে তাদের ধরা হয়।
এরা হলো- রাকিব হোসেন (২১), সাকিব হোসেন (২১), সাদ্দাম হোসেন (২১) ও মো: করিম অভি (২২)।
আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো: এরশাদ উল্লাহ বলেন, ঈসা মোল্লা নামে এক পিকআপ চালককে সাদ্দাম নামে এক যুবক গাড়ি বাড়ার কথা বলে শাপলা আবাসিক এলাকায় ডেকে নেন। রাত ৯টায় চালক সেখানে গেলে তাকে ছয়জন মিলে টেনে-হিঁচড়ে কলাবাগানের ভিতর নিয়ে যায়। এরপর তাকে ইলেকট্রিক শক দিয়ে দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি মামলা দায়ের করলে রাতেই শাপলা আবাসিক এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়।


আরো সংবাদ



premium cement