পিসিবির ভুল বিবৃতিতে ক্ষুব্ধ আফ্রিদি
- ক্রীড়া ডেস্ক
- ০২ এপ্রিল ২০২৪, ০৩:৩৯
বিতর্ক আর পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটে। ভারতে গত বছর শেষ হওয়া বিশ্বকাপের পর দেশটির তিন ফরম্যাটের অধিনায়ত্ব থেকে অবসর নিয়েছিলেন বাবর আজম। তখন টি-২০ ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল পেসার শাহিন শাহ আফ্রিদিকে। আর টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ। আর কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় কাউকে এই ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করা হয়নি। কিন্তু এক সিরিজ পরই আবার শাহিনকে বাদ দিয়ে সাদা বলের অধিনায়কত্বে ফিরিয়ে আনা হয়েছে বাবরকে। সেই সাথে বাবরকে সমর্থন করে আফ্রিদির একটি বানোয়াট বিবৃতি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার কিছুই জানেন না আফ্রিদি! সব মিলিয়ে তিনি বেশ ক্ষুব্ধ বলেই খবর পাকিস্তানের সংবাদমাধ্যমের। পাল্টা বিবৃতি দেয়ার উদ্যোগও নিয়েছিলেন বাঁ হাতি এই ফাস্ট বোলার।
বিবৃতিতে লেখা হয়, ‘পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করা ছিল আমার জন্য পরম সম্মানের। দলের খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব অধিনায়ক বাবরকে সমর্থন করা। আমি তার অধিনায়কত্বে খেলেছি ও তার প্রতি শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই। মাঠে ও মাঠের বাইরে তাকে সাহায্য করার চেষ্টা করব। আমরা সবাই এক। আমাদের লক্ষ্য একটাই। সেটা পাকিস্তানকে বিশ্বের সেরা দল হতে সহায়তা করা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা