চলচ্চিত্র নির্মাণে সৌদি-চীন সমঝোতা চুক্তি স্বাক্ষর
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩১ মার্চ ২০২৪, ০১:৫৫
সম্প্রতি চলচ্চিত্র শিল্পে একসাথে কাজ করতে সম্মত হয়েছে সৌদি চলচ্চিত্র কমিশন ও চীনা চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক বোনা ফিল্ম গ্রুপ। সে লক্ষ্যে চীন সফরকালে সৌদি সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহর উপস্থিতিতে ফিল্ম কমিশনের সিইও আবদুল্লাহ আল ইয়াফ এবং বোনা ফিল্ম গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার নিকোলাস কিউ যৌথভাবে একটি সমঝোতা স্মারকলিপিতে স্বাক্ষর করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সাথে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক সাংস্কৃতিক ও সিনেমাগত সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর ফলে চলচ্চিত্র বিতরণ, প্রদর্শনী এবং প্রতিভা বিকাশে সহযোগিতার জন্য নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
তেলনির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টার অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের বিনোদন শিল্পকে প্রসারিত করা হয়েছে। প্রায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো ২০১৮ সালের এপ্রিলে সিনেমা হল খুলে দেয় সৌদি আরব। ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে দেশটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা