১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সিলেট প্রেস ক্লাব নির্বাচন

১১ পদের বিপরীতে ২৯টি মনোনয়ন ফরম সংগ্রহ

-

সিলেট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল শনিবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। এ সময় ১১ পদের বিপরীতে এবার ২৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী ১ এপ্রিল বেলা ৩টা থেকে ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা, ৩ এপ্রিল বেলা ৩টা থেকে ৪টার মধ্যে প্রত্যাহার এবং ওই দিন বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন পরিচালনার দায়িতে রয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ব্লাস্ট, সিলেটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ও সিনিয়র অ্যাডভোকেট সন্তু দাস।


আরো সংবাদ



premium cement