বেরোবি ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৪ কর্মী আহত
- রংপুর অফিস
- ৩০ মার্চ ২০২৪, ০২:৫২
রংপুর মহানগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকের সামনে চা পানরত অবস্থায় ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ছাত্রদলের চার কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কমোড়ে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২০-২৫ জন নেতাকর্মী পার্কের মোড়ে চায়ের আড্ডা বসে। এ সময় হঠাৎ করে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের কয়েক শ’ নেতাকর্মী লাঠিসোটা ও অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে এলাকা নিয়ন্ত্রণে নেয়। এরপর সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। তারা অভিযোগ করেন নাশকতা তৈরির জন্য ছাত্রদল কর্মীরা সেখানে সভা করছিল।
এ ব্যাপারে বেরোবি জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আল আমিন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার নগরী থেকে ইফতার শেষে ফিরে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে পার্কের মোড়ে বসে আমরা ১০-১২ জন নেতাকর্মীরা আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী লাঠিসোটা ও অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ ছাত্রদলের কর্মী ইয়ামিন মাসুদ, তুহিন রানা, মাইদুল গুরুতর আহত হয়েছেন। বিষয়টি আমরা সাথে সাথেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তারা কোনো সুরাহা করেনি। এই ছাত্রদল নেতা বলেন, ক্যাম্পাসে কোনো একটিভিটিস করতে দেয় না ছাত্রলীগ। আমরা বাইরে চা খেতেও একসাথে বসতে পারছি না। হামলা হচ্ছে। প্রশাসন চেয়ে চেয়ে দেখছে। এটা চলতে থাকলে আমাদেরও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তখন যেকোনো পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে।
ঘটনা সম্পর্কে বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সমাবেশ করছিল। সাধারণ ছাত্রদের নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা