১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বনরক্ষীদের ফাঁকা গুলি

বঙ্গোপসাগরে দুই দল জেলের মধ্যে মারামারি আহত ৫

-

বঙ্গোপসাগরে দুই দল জেলের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি চালিয়ে জেলেদের ছত্রভঙ্গ করে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বুধবার সকালে কটকা অঞ্চলের ফুসফুসেরচর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচ জেলেকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শরণখোলা হাসপাতালে ভর্তি জেলেদের মহাজন উপজেলার উত্তর রাজাপুর গ্রামের রফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গতকাল বুধবার সকাল ৬টার দিকে তার জেলেরা বঙ্গোপসাগরের ফুসফুসেরচর এলাকায় সাগরে মাছ ধরার জন্য জাল ফেলেন। এ সময় পাথরঘাটার পদ্মস্লুইস এলাকার হালিম খানের পুত্র রফিকুল ও তার ২০-২৫ জন জেলে তিনটি ট্রলারে করে এসে আমার জেলেদের ওপরে হামলা করে মাছ ধরতে নিষেধ করে। আমার জেলেরা তাদের নিষেধ উপেক্ষা করে মাছ ধরা শুরু করলে ওই জেলেরা আমার জেলেদের বেদম মারধর করে। এতে পাঁচজন গুরুতর আহত হয়। মারামারির ঘটনার খবর পেয়ে কটকা ফরেস্ট অভয়ারণ্যে কেন্দ্রের বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি করে হামলাকারী জেলেদের ছত্রভঙ্গ করে দেন। গুরুতর আহত পাঁচ জেলেকে বুধবার বেলা সাড়ে ৩টায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা

সকল