ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের স্বাধীনতা দিবস উদযাপন
- ২৮ মার্চ ২০২৪, ০০:৫৮
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৭ মার্চ আইবিএফ মিলনায়তনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিএফের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: কাজী শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন আইবিএফের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ইসি চেয়ারম্যান ডা: তানভীর আহমদ, সদস্য মো: কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, আবু সাঈদ মোহাম্মদ কাসেম, শওকত হোসেন। আইবিএফের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন ইসলামী ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আইবিএফের জিএম মো: ছালেহ ইকবাল, মো: আবদুস সামাদ, মো: আবুল কালাম ও ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মোজাম্মেল হোসেন খান। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা