স্বদেশী জিনিস কেনার কথা বললে আওয়ামী লীগের মন্ত্রী-নেতাদের গা জ্বালা করে : রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ মার্চ ২০২৪, ০০:৪১
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলছে ক্ষুধার আর্তনাদ। নি¤œ আয়ের মানুষ এই রমজান মাসে ছোলা, তেল, ডাল, পেঁয়াজ কিনতে পারছে না। এ কারণে আজকে মা তার সন্তানকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে।
গতকাল রাজধানীর ডিআরইউতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আজ মিথ্যাকেই সত্য বলে প্রচার করা হচ্ছে। শেখ হাসিনা ভোট চুরি করবেন, ভোট ডাকাতি করবেন, ডামি নির্বাচন করবেন তারপরেও বলবেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। আর এটাই গোটা জাতিকে মানতে হবে। উনার লোকেরা টাকা পাচার করবে, তারপরও তারা বলবেন দুর্নীতি আর লুটেরাদের বিরুদ্ধে লড়াই চলছে।
তিনি বলেন, আজকে রোজার মাসে সরকার পেঁয়াজ বন্ধ করে দিয়েছে কেন? তারাইতো বলে, বাংলাদেশ আর ভারতের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক। পণ্য বর্জনের কথা বললে, স্বদেশী জিনিস কেনার কথা বললে আওয়ামী লীগের মন্ত্রী-নেতাদের গা জ্বালা করে। ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদরা ক্লান্ত হয়ে গেছেন কেন বাংলাদেশের মানুষ ভারতের পণ্য বর্জন করছে। প্রতিদিন ১টার পর একটা হুমকি ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ দিচ্ছেন। এমন ক্রীতদাস আমরা আমরা শোষিত হবো নির্যাতিত হবো তবুও আমরা প্রতিবাদ করতে পারব না।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ আইন সম্পাদক জয়নাল আবেদীন মেজবাহ, শিক্ষক নেতা জাকির হোসেন, আকতারুল আলম মাস্টার, মাওলানা দেলোয়ার হোসেন, রোকয়ো বেগম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা