১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজশাহীতে পরিচয়ের সাহিত্য আসর ও লেখকদের সম্মানে ইফতার

-

আত্মগঠন, আত্মিক উন্নয়ন ও আত্মসংযমের বার্তা নিয়ে এসেছে মাহে রমজান। লেখকের জন্য নিজেকে প্রস্তুত করার এটিই শ্রেষ্ঠসময়। এ শিক্ষাকে ধারণ করে আমাদের সাহিত্যে রমজান এবং ঈদের মানবিক সংস্কৃতির রূপায়ন এখন জরুরি হয়ে পড়েছে। গত শনিবার রাজশাহীস্থ পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে পরিচয়ের ২২৪ তম মাসিক সাহিত্যসভা উপলক্ষে স্বাধীনতার সাহিত্যপাঠ এবং লেখকদের সম্মানে ইফতার আয়োজনে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতি ছিলেন পরিচয় সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা কথাশিল্পী নাজিব ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ভিসি প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আবদুর রহমান, পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. সালেহ হাসান নকীব, সাংবাদিক ও লেখক সরদার আবদুর রহমান, পরিবেশ গবেষক প্রফেসর ড. রেদওয়ানুর রহমান পুতুল। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহদী। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ। পরিচয়ের সহসভাপতি গল্পকার মতিউর রাহমান, শিশুসাহিতিক ও নাট্যকার আসাদুল্লাহ মামুন, কবি ও কথাসাহিত্যিক জুয়েল কিবরিয়া, নতুন একমাত্রা সম্পাদক ড. সায়ীদ ওয়াকিল, কবি কবি এরফান আলী এনাফ, কবি এ কে এম দৌলতুজ্জামান, কবি সোহেল মাহবুব, কবি মঞ্জিলা শরীফ, কবি অভি মণ্ডল, কবি শেখ তৈমুর আলম, কবি সরদার মুক্তার আলী, কবি আমিনা খাতুন লাইলী, কবি সোহেল রানা জীবন, কবি তানিম আলামিন, কবি কামাল উদদীন, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি সালেকুর রহমান স¤্রাট, লিটন হালিম প্রমুখসহ রাজশাহীর গণ্যমান্য লেখক-সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement