দেশে জ্ঞানী বাড়লেও গুণী কমে যাচ্ছে
- চট্টগ্রাম ব্যুরো
- ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে পাঁচদিন ব্যাপী পবিত্র মিলাদুন্নবী সা. উদযাপনের চতুর্থ দিনে চার গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বায়তুশ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী।
ইসলামী মূল্যবোধ সমুন্নত রেখে একটি সুন্দর, সৃজনশীল ও আলোকিত সমাজ গড়তে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই বছর চারজন বিশিষ্ট গুণী ব্যক্তিকে সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান করা হয়। তারা হলেন- প্রখ্যাত আলেম ও দেশের সর্ববৃহৎ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, স্বনামধন্য ব্যবসায়ী এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস, বিশিষ্ট চিকিৎসক ডা: তৈয়ব সিকদার। এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম আমেরিকায় অবস্থান করায় তার পক্ষে ছোট ভাই চট্টগ্রাম চেম্বারের পরিচালক মোহাম্মদ আলমগীর পারভেজ স্বর্ণপদক ও ক্রেস্ট গ্রহণ করেন। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। উপস্থিত ছিলেন মজলিসুল ওলামার মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহসহ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কর্মকর্তা ও ওলামা-মাশায়েখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা কাজী শিহাব উদ্দিন।
সভাপতির বক্তৃতায় আল্লামা আবদুল হাই নদভী বলেন, মহানবী সা.-এর শুভাগমনের মাসকে সামনে রেখে আড়ম্বর ও ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠান পরিহার করে তার প্রকৃত শিক্ষা সর্বস্তরের মুসলিম জনগণ, বিশেষ করে তরুণ সমাজের অন্তরে প্রকৃত নবীপ্রেম ও আদর্শ প্রতিফলনের উদ্দেশ্যে বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক ১৯৮৪ সাল থেকে মহানবীর সা: এর জীবনচরিতের ওপর রচনা প্রতিযোগিতা, ছোটদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান পাখপাখালির আসর, শানে মোস্তফা সা: মাহফিল, গুণীজন সংবর্ধনা ও আজিমুশশান ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তিনি বলেন, দেশে জ্ঞানীর সংখ্যা বাড়লেও গুণীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যা দেশ ও জাতির জন্য অশনি সঙ্কেত। গুণীজনদের সম্মাননা জ্ঞাপন অত্যন্ত মহতি এক উদ্যোগ। এর মাধ্যমে সমাজে আরো গুণীজনের জন্মের পথ প্রশস্ত হয়। কর্মসূচির সমাপনী দিন আজ বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে আজিমুশশান ওয়াজ মাহফিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা