কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করল ভারত
খালিস্তান সমর্থক আরেক যুবক নিহত- নয়া দিগন্ত ডেস্ক
- ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০
পাঞ্জাব প্রদেশে স্বাধীন শিখরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সাথে জড়িত শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনার কানাডার সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের পর উভয় দেশের নাগরিকদের ভারত-কানাডা ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বৃহস্পতিবার কানাডীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। টাইমস অব ইন্ডিয়া।
চলমান এই কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায় বৃহস্পতিবার ভারতে নিযুক্ত কানাডীয় হাইকমিশন এক বিবৃতি দিয়েছে। এতে ভিয়েনা কনভেনশন মেনে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতে আমাদের হাইকমিশন ও সব কনস্যুলেট খোলা এবং চালু রয়েছে। গ্রাহকদের সেবাদান অব্যাহত রয়েছে। বর্তমান চরম উত্তেজনাকর পরিস্থিতির আলোকে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা পদক্ষেপ গ্রহণ করছি।
এমনকি ভারতে কানাডীয় কূটনীতিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেয়া হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কিছু কূটনীতিক বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে হুমকি পাচ্ছেন। এই পরিস্থিতিতে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ভারতে তার কর্মীদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করছে। এর ফলে উচ্চ সতর্কতা হিসেবে আমরা হাইকমিশন এবং কূটনৈতিক মিশনগুলোতে আমাদের কর্মীদের উপস্থিতি সাময়িকভাবে সামঞ্জস্য করার সিদ্ধান্ত গ্রহণ করেছি, যোগ করা হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে কানাডীয় হাইকমিশন বলছে, ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধাশীলতার প্রেক্ষাপটে আমরা আশা করছি, ভারত আমাদের স্বীকৃত কূটনীতিক এবং কনস্যুলার কর্মকর্তাদের নিরাপত্তা দেবে।
ভিসা দেয়া স্থগিত : এ দিকে কানাডার নাগরিকদের ভিসা ইস্যু করা স্থগিত করেছে ভারত। বৃহস্পতিবার দেশটি এই পদক্ষেপ নেয় এবং ‘পরবর্তী নির্দেশ বা বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত’ এই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
কানাডায় খালিস্তান সমর্থক আরেক যুবক গুলিতে নিহত : তা ছাড়া এনডিটিভি জানায়, কানাডায় খালিস্তান সমর্থক এক শিখ যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের নাম সুখদুল সিং ওরফে সুখা দুনেকে। স্থানীয় সময় বুধবার কানাডার উইনিপেগে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে তাকে হত্যা করে। কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির সাথে ভারতের উত্তেজনা বর্তমানে তুঙ্গে রয়েছে এবং এর মধ্যেই নতুন করে এক খালিস্তান সমর্থকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। খালিস্তানি সমর্থক সুখদুল সিং- যিনি সুখা দুনেকে নামেও পরিচিত- কানাডায় গ্যাং সহিংসতায় নিহত হয়েছেন বলে সূত্র জানিয়েছে। দুনেকে কানাডার খালিস্তান আন্দোলনের অংশ ছিলেন। এনডিটিভি বলছে, দুনেকে পাঞ্জাবের মোগা জেলার বাসিন্দা ছিলেন এবং ২০১৭ সালে পাঞ্জাব থেকে কানাডায় চলে যান। তিনি খালিস্তানি নেতা আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। পৃথক খবরে সংবাদমাধ্যম সিএনবিসিটিভি১৮ বলেছে, বুধবার কানাডার উইনিপেগে সুখদুল সিং ওরফে সুখা দুনেকে অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে নিহত হয়েছেন। পাঞ্জাব পুলিশ সূত্র নিউজ১৮ কে জানিয়েছে, সুখদুল সিং খালিস্তানপন্থী বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং ২০১৭ সালে পাঞ্জাব থেকে কানাডায় পালিয়ে যান। তিনি পাঞ্জাবের মোগা জেলার বাসিন্দা ছিলেন।
সুখদুল সিং কে?
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিহত সুখা ছিলেন একজন ‘ক্যাটাগরি এ গ্যাংস্টার’, যার নাম বুধবার প্রকাশিত ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ওয়ান্টেড তালিকায় স্থান পেয়েছে। ভারতের এই এজেন্সি সম্প্রতি খালিস্তানিপন্থী কর্মীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন আরো জোরদার করেছে। দুনেকে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানে দেবিন্দর বামবিহা গ্যাংকে সাহায্য, অর্থায়ন এবং শক্তিশালী করছিলেন বলে জানা গেছে। তিনি খালিস্তানপন্থী সংগঠনের দিকেও ঝুঁকে পড়েছিলেন বলে বেশ কয়েকটি সূত্র নিউজ ১৮কে জানিয়েছে। ভারতের আরেক বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্য পুলিশ পাঞ্জাবজুড়ে খালিস্তানপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। গোল্ডি ব্রারের নামে এক ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগীদের ধরতে মোগা, ফিরোজপুর, তারন তারান এবং অমৃতসরের গ্রামগুলোতে এসব অভিযান চালানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা