০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

চবিতে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষে আহত ১০

-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও শাহজালাল হলের সম্মুখে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
চবি সংবাদদাতা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপ গ্রুপের মধ্যে গতকাল বিকেল পৌনে ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে। শাহ-আমানত হল ও শাহজালাল হলের সামনে এ সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্যাম্পাস সূত্র জানিয়েছে, ‘সিক্সটি নাইন’ ও ‘সিএফসি’ গ্রুপ পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে জড়ায়। তাদের মধ্যে সিএফসি গ্রুপের কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল ও সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। সিএফসির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে টিপু। সংঘর্ষের সময় সিক্সটি নাইন শাহজালাল হল ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে হল গেটের বাইরে বেরিয়েও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে উভয় গ্রুপের কর্মীরা।

 


আরো সংবাদ



premium cement