১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণে হতে হবে : খেলাফত মজলিস

-

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। দেশের মানুষ সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন দেখতে চায়। আগামী নির্বাচন নিরপেক্ষ গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণে হতে হবে। তিনি আরো বলেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত খেলাফত যুব মজলিসের খুলনায় অনুষ্ঠিত বিক্ষোভ থেকে কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই এবং মাওলানা মামুনুল হকসহ গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা জি এম মেহেরুল্লাহ, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা এনামুল হক নূর, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ , প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement