২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চট্টগ্রামে ইসকপ অফিসের মালামাল অবৈধভাবে অপসারণের অভিযোগ

-

চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (ইসকপ) অফিসের মালামাল বিনা নোটিশে প্রশাসন কর্তৃক অবৈধভাবে অপসারণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মীকে সাথে নিয়ে পুলিশ ও প্রশাসন এই অনৈতিক কাজ করেছে। ১৯৭৭ সাল থেকে সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত একটি সংস্থা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের লিজভুক্ত এই অফিস মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নামে নতুন করে লিজ দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে পরিষদের দাবি। তারা প্রশাসনের এহেন বেআইনি এবং ন্যক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (ইসকপ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন নয়া দিগন্তকে জানিয়েছেন, ১৯৭৭ সাল থেকে সরকার থেকে লিজ নিয়ে নিয়মিত সরকারি ফি ও খাজনা আদায় করে অরাজনৈতিক সামাজিক কর্মযজ্ঞ পরিচালনা করা হতো এই অফিসে। এখানে একটি চিকিৎসা কেন্দ্র পরিচালিত হতো, যেখানে অসহায় দরিদ্ররা বিনামূল্যে চিকিৎসাসুবিধা পেত। এ ছাড়া একটি টেকনিক্যাল ইনস্টিটিউট পরিচালিত হতো; কিন্তু সরকারের অসহযোগিতার কারণে এসব এখন বন্ধ।

 


আরো সংবাদ



premium cement