উত্তরখানে সেফটিক ট্যাঙ্কে নেমে শ্রমিকের মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ মে ২০২৩, ০১:০৪
রাজধানীর উত্তরখানের বাবুর্চির মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে আব্দুস সামাদ (৫০) ও মধু (৪৩) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।
সহকর্মীদের বরাত দিয়ে উত্তরখান থানার ওসি কাজী আবুল কালাম জানান, গতকাল সকাল ১০টার দিকে উত্তরখানের বাবুর্চি মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। কিন্তু ভেতরে নামার পর থেকে তাদের কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে তাদের অপর সহকর্মীরা খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে।