শিক্ষকদের আন্দোলনে রুয়েট ভিসির পদত্যাগ
- রাবি প্রতিনিধি
- ২৯ মে ২০২৩, ০০:০৭
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির চলতি দায়িত্বে থাকা ভিসি অধ্যাপক সাজ্জাদ হোসেন।
গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভিসির কার্যালয়ে অবস্থান নিয়ে তার পদত্যাগ, নিয়মিত উপাচার্য নিয়োগ ও পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন অন্তত ৮০ জন শিক্ষক। তাদের এই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। গতকাল রোববার (২৮ মে) রাতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ভিসির ব্যক্তিগত সহকারী আব্দুস সালাম সেতু। আন্দোলনরত শিক্ষকরা জানান, গত বছরের ৩ জুলাই থেকে চলতি দায়িত্বের ভিসি দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও নতুন ভিসি নিয়োগ না হওয়ায় পদোন্নতি পাচ্ছেন না এসব শিক্ষকরা। বর্তমান ভিসির নিয়োগ ও পদোন্নতি দেয়ার ক্ষমতা না থাকায় শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। ফলে চলতি দায়িত্বের ভিসির পদত্যাগ ও নিয়মিত ভিসি নিয়োগ দিয়ে সমস্যার সমাধানের দাবি তোলেন তারা।
পদত্যাগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সাজ্জাদ হোসেনকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। তবে দুপুরে শিক্ষকদের আন্দোলনের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিবের সাথে কথা হয়েছে। উপসচিব জানিয়েছেন, চলতি দায়িত্বের ভিসির পদোন্নতি দেয়ার ক্ষমতা নেই। ফলে নতুন ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষকদের পদোন্নতি দেয়া সম্ভব নয়।’
প্রসঙ্গত, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন সাজ্জাদ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের রুটিন ভিসি করা হয়। তখন থেকে বিশ্ববিদ্যালয়ের রুটিন ভিসির দায়িত্ব পালন করে আসছিলেন।
গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা পদোন্নতি, ভিসির পদত্যাগ এবং নিয়মিত উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা