২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

চট্টগ্রামে পৌনে দেড় কোটি টাকার হাতির দাঁত ও হরিণের চামড়া উদ্ধার

-

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থেকে ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের ১৪ কেজি বন্যহাতির দাঁত ও হরিণের চামড়াসহ একজনকে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় নগরীর শুল্কবহরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল মালেক (৬৮) মৌলভীবাজার এলাকার কমলগঞ্জ থানার দীতেশ্বর এলাকার আব্দুল আলীর ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: নূরুল আবছার জানান, শুল্কবহর এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় হাতির দাঁত ও হরিণের চামড়া বিক্রি করছে- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানোর। এ সময় আব্দুল মালেক নামে এক পাচারকারীকে আটক করা হয়। এ সময় ওই রুমের খাটের নিচ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে চারটি হাতির দাঁত, ছোট বড় ও মাঝারি আকারের ২০টি হাতির দাঁতের খণ্ডাংশ (মোট ১৪ কেজি) এবং একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাচারকারী জানায়, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে অনুমতি ব্যতীত বন্যপ্রাণী (হাতির দাঁত ও হরিণের চামড়া) বিভিন্ন অংশবিশেষ সংগ্রহ করে পরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে উচ্চমূল্যে বিক্রি করে আসছে। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।

 


আরো সংবাদ



premium cement