যুবদলের ৩ নেতা বহিষ্কার
- নিজস্ব প্রতিবেদক
- ০২ এপ্রিল ২০২৩, ০০:০৫
সংগঠনবিরোধী কাযর্কলাপের সাথে জড়িত থাকার অভিযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে পল্লবী ও রূপনগর থানার তিন নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।
বহিষ্কৃতরা হলেন- পল্লবী থানা ৬নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন, পল্লবী থানার সাবেক সহসভাপতি জুয়েল খান এবং রূপনগর থানার যুগ্ম সম্পাদক মো: আসিফ।
সংগঠনের দফতর সম্পাদক কামরুজ্জমান দুলাল স্বাক্ষরিত গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কাযর্কর করেছেন।
গতকাল মিরপুর ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পল্লবী ও রূপনগর থানার উদ্যোগে ইফতার মাহফিল ছিল। এই অনুষ্ঠানে স্কাইপেতে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান যুক্ত ছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে ছিলেন। অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে আসার সাংবাদিকদের ওপর যুব দলের কয়েকজন নেতা হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মঞ্চে থেকে নেতারা বারবার বারণ করা সত্ত্বে তারা অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা