২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বগুড়ায় জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১০০ টাকা

-

বগুড়া জেলায় জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ২৪০০ টাকা। আটার বর্তমান মূল্য পর্যালোচনা করে সর্বানিম্ন ১০০ টাকা এবং খেজুরের মূল্য হিসেবে ২৪০০ টাকা নির্ধারণ করেছে জেলা ইমাম মুয়াজ্জিন সমিতি। গত বৃহস্পতিবার বাদ আসর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির ফেতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। এতে সভাপতিত্ব করেন- বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি আলহাজ মাওলানা আব্দুল কাদের ও অনুষ্ঠান পরিচালনা করেনÑ সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা আব্দুল জলিল। সভায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ঈদের আগেই গরিব দুুুস্থদের মধ্যে ফিতরা পরিশোধের আহ্বান জানানো হয়। তবে সামর্থ্য অনুযায়ী বেশি পরিমাণ পরিশোধে বেশি ফজিলত বলে সভায় বলা হয়।


আরো সংবাদ



premium cement