১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু

-

গাজীপুরে এক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদে রড উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শ্রীপুর থানার কেওয়া পূর্বখণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)।


কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের এজিএম আরিফুল ইসলাম ও নির্মাণ কাজের ঠিকাদার ইব্রাহিম খান জানান, গত কিছুদিন ধরে আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ কারখানার একটি ভবনের নির্মাণ কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পশ্চিম পাশের নির্মাণাধীন ভবনের তিনতলায় লোহার রড তুলছিলেন কয়েক শ্রমিক। এ সময় কিছু রড কাত হয়ে ভবনসংলগ্ন ১১ হাজার ভোল্টের লাইনের ওপর পড়ে। এতে তিনজন নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের উদ্ধার করতে গিয়ে আরো কয়েক শ্রমিক আহত হন। এ ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিস মাওনা অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। আমরা তাদের লাশ বালির নিচে চাপা দেয়া অবস্থায় দেখতে পাই। তাদের শরীর কিছুটা ঝলসানো অবস্থায় পাওয়া গেছে।
শ্রীপুর থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল