তা’মীরুল মিল্লাত মাদরাসায় এতিম মেয়েদের মাঝে ফুডপ্যাকেজ বিতরণ
- ৩০ মার্চ ২০২৩, ০০:০৩
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার উপাধ্যক্ষ ও বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী বলেছেন, কুরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সমাজের অবহেলিত অনাথ এতিম ছেলেমেয়েরা আমাদের কাছে একটি আমানত। এতিম লালনপালনকারীরা রাসূল সা:-এর সাথে জান্নাতে অবস্থান করবেন। তাই অসহায় অনাথ এতিমদের প্রতি আমাদেরকে সদয় যত্নবান হতে হবে।
গতকাল তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রাঙ্গণে ‘তা’মীরুল মিল্লাত এতিমখানা’ পরিচালিত এতিম মেয়েদের মাঝে ফুডপ্যাকেজ বিতরণকালে তিনি এ কথা বলেন। তা’মীরুল মিল্লাত ট্রাস্টের মুতাওয়াল্লি ও এতিমখানার ট্রেজারার মাওলানা সাব্বির আহমাদের পরিচালনায় অনুষ্ঠানে এতিমখানার কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ড. মাদানী বলেন, ছেলেমেয়ে সব এতিম শিশুদেরকেই সমাজের মূলধারার অংশ ভাবতে শিখতে হবে। অনাথ এতিমদেরও স্বাভাবিক জীবনযাপন ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে; কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশে অনাথ ছেলে শিশুদের লালনপালন ও পরিচর্যার জন্য কিছু এতিমখানা থাকলেও মেয়ে এতিম শিশুদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেই বললেই চলে। তাই আমরা এতিম মেয়ে শিশুদেরকে আপন আপন অভিভাবকের বাসায় থেকে লেখাপড়াসহ সামগ্রিক খরচ পরিচালনার উদ্যোগ নিয়েছি। আমাদের বালিকা ক্যাম্পাসে তাদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছি। আসুন আমরা সবাই মিলে অনাথ এতিম মেয়ে শিশুদেরকে খুঁজে খুঁজে বের করি, তাদের শিক্ষা-দীক্ষা ও সঠিক দ্বীনি পরিচর্যার উদ্যোগ নিই, তাদেরকে সমাজের বোঝা না ভেবে তাদের প্রতি সদয় হই, দরদি হই, যত্নবান হই এবং তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনি। বিজ্ঞপ্তি।