০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৫ জিলকদ ১৪৪৪
`

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিলোমিটার দীর্ঘ যানজট

লাঙ্গলবন্দে অষ্টমী স্নান সম্পন্ন
-

লাখো পুণ্যার্থীর অংশগ্রহণ পথে পথে চরম ভোগান্তি এরই মধ্য দিয়ে লাঙ্গলবন্দে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজটের কবলে পড়েন নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীর্থস্থান লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নান উৎসবে আসা পুণ্যার্থীরা। পাপ মোচনে ব্রহ্মপুত্র নদে আসেন তারা। গত মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে শুরু হয়ে স্নান উৎসবের লগ্ন শেষ হয় গতকাল বুধবার রাতে। স্নানের লগ্ন শুরু হওয়ার সাথে সাথে উৎসবে মেতে ওঠেন দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও আসা পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে লাঙ্গলবন্দ। এ দিকে লাখো মানুষের পদচারণায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ির চাপ বেশি থাকায় কয়েকটি পার্কিং জোন পরিপূর্ণ হয়ে যাওয়ায় পুণ্যার্থীদের গাড়ি মহাসড়কে রাখার কারণে এ যানজটের সৃষ্টি হয়। যানজটে পুণ্যার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
হিন্দু শাস্ত্র মতে, হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো এ মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান দূর্বা, হরিতকি, ডাব, আমপাতা পিতৃকুলের উদ্দেশ্যে অর্পণ করেন পুণ্যার্থীরা। লাঙ্গলবন্দের নলিত মোহন সাধু ঘাট থেকে শুরু হয়ে সাবদী লোকনাথ মন্দির পর্যন্ত ১৮টি ঘাটে স্নান করেন পুণ্যার্থীরা।
এ স্নান উৎসব উপলক্ষে লাঙ্গলবন্দ তিন কিলোমিটার এলাকায় তিন দিনব্যাপী লোকজ মেলা বসে। মেলায় হিন্দু ধর্মালম্বী ছাড়াও মুসলিম ধর্মের অনেক মানুষ কেনাকাটা করেছেন। গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে স্নান উৎসব উদযাপিত হলেও বিধি নিষেধাজ্ঞা ছাড়াই এ বছর স্নান উৎসব পালিত হচ্ছে।


আরো সংবাদ


premium cement
ফিল্মফেয়ার পুরস্কার ব্যবহার করি বাথরুমের দরজার হাতল হিসেবে : নাসিরুদ্দিন শাহ জাপানে তরুণদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে সেনাবাহিনী আমার দলকে ধ্বংস করার চেষ্টা করছে : ইমরান খান প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখন নির্বাচনকালীন সরকার গঠন করবেন : আইনমন্ত্রী ১১ মাসে রফতানি থেকে ৫০.৫২ বিলিয়ন ডলার আয় : ইপিবি সীতাকুণ্ড বিস্ফোরণের ১ বছর : বিচার, ক্ষতিপূরণ, অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন কাটেনি নাঙ্গলকোটে রেল ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে ২ সন্তানের জনক গ্রেফতার প্রস্তাবিত বাজেট শ্রমবান্ধব হয়নি : শ্রমিক কল্যাণ ফেডারেশন কাউখালীতে বিষ পানে জেলের আত্মহত্যা প্রস্তাবিত বাজেট শ্রমবান্ধব নয় : শ্রমিক কল্যাণ ফেডারেশন

সকল