২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সৌদি আরবে দুর্ঘটনায় নিহত বাংলাদেশীর সংখ্যা বেড়ে ১৮

-

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশী ওমরাহ যাত্রীর সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরো ১৬ বাংলাদেশীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বাংলানিউজ।
নিহত ১৮ বাংলাদেশী হলেন-
রুকু মিয়া, পিতা : কালা মিয়া, থানা/উপজেলা : কসবা, জেলা : ব্রাহ্মণবাড়িয়া; মো: ইমাম হোসাইন রনি, পিতা : মো: আবদুল লতিফ, থানা/উপজেলা : টঙ্গী, জেলা : গাজীপুর; খাইরুল ইসলাম; মো: রাসেল মোল্লা; মো: নজরুল ইসলাম, পিতা : কাউসার মিয়া, থানা : কোতোয়ালি, জেলা : যশোর; রুহুল আমিন; সবুজ হোসাইন, পিতা : মো: হারুন, উপজেলা : রায়পুর, জেলা : লক্ষ্মীপুর; মো: হেলাল উদ্দিন, নোয়াখালী; মোহাম্মদ আসিফ, উপজেলা : মহেশখালী, জেলা : কক্সবাজার; শাফাতুল ইসলাম, উপজেলা : মহেশখালী, জেলা : কক্সবাজার; শাহিদুল ইসলাম, পিতা : মো: শরিয়ত উল্লাহ, উপজেলা : সেনবাগ, জেলা : নোয়াখালী; তুষার মজুমদার; মামুন মিয়া, পিতা : আবদুল আউয়াল, উপজেলা : মুরাদনগর, জেলা : কুমিল্লা; মিরাজ হোসাইন; গিয়াস, পিতা : হামিদ, উপজেলা : দেবিদ্বার, জেলা : কুমিল্লা; মো: হোসাইন, পিতা : কাদের হোসাইন, উপজেলা : রামু, জেলা : কক্সবাজার; সাকিব, পিতা : আবদুল আউয়াল ও রানা মিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বুধবার রাতে জানিয়েছেন, সৌদি আরবে যেই বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে, তাতে ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশী নাগরিক ছিলেন ৩৪ জন। বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরো ১৬ বাংলাদেশী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্র জানায়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে ওমরাহ যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। গত ২৭ মার্চ ওমরাহ যাত্রী বহনকারী বাসটি একটি সেতুর ওপরে দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে বাসটি উল্টে আগুন ধরে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসির প্রদেশ ও আভা শহরের সাথে সংযোগ স্থাপনকারী ওই সড়কে নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।


আরো সংবাদ



premium cement
জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ

সকল