নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, মারধর ওসিসিতে ভর্তি
- রংপুর অফিস
- ৩০ মার্চ ২০২৩, ০০:০৫
রংপুরের পীরগঞ্জে ফরহাদ নামে এক যুবকের বিরুদ্ধে নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের পর পরিবার পরিজন মিলে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ মেয়েটিকে মঙ্গলবার রাত পৌনে ৩টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
মহিলা অধিদফতর পরিচালিত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে চিকিৎসাধীন ভুক্তভোগী ওই ছাত্রী জানান, পীরগঞ্জে উপজেলার পাঁচগাছি ইউনিয়নের সাহাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ফরহাদ হোসেনের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে সে বিয়ের কথা বলে আমাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে। আমি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে আমাকে পালিয়ে নিয়ে ঢাকায় যায়। সেখানে গিয়ে একটি বাসা ভাড়া নিয়ে আমরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করি। এর মধ্যে গত সোমবার ফরহাদের পিতা ফারুকসহ কয়েকজন লোক মাইক্রো নিয়ে আমাদের ভাড়া বাসা থেকে নিয়ে আসে। আসার সময় বলে বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিবে। কিন্তু পীরগঞ্জ স্ট্যান্ডে আসা মাত্রই তিনি মাইক্রো থেকে আমাকে নামিয়ে নিয়ে সিএনজিতে করে আমার বাড়িতে রেখে যান এবং ফরহাদকে তার বাড়িতে নিয়ে যায়। পরের দিন ফরহাদ আমাকে ডাকলে আমি বেলা ১১টায় তার বাড়িতে যাওয়া মাত্রই ফরহাদ ও তার পরিবারের লোকজন আমাকে খারাপ মেয়ে বলে মারধর করে। একপর্যায়ে আমার গলায় ওড়না পেঁচিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। আমার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে আসে। এরপর সেখানে স্থানীয় চেয়ারম্যানসহ অন্যান্যরা আসেন। পরে সেখান থেকে আমার পরিবারের লোকজন আমাকে রংপুর মেডিক্যালে ভর্তি করায়।