২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`
বাজারে কিছুটা দাম কমতি

খামার থেকে ১৯৫ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি করছে বড় কোম্পানিগুলো

-

গরুর গোশতের মতো মুরগির গোশতের বাজারও সাধারণ মানুষের নাগালের বাইরে। মুরগির গোশতের বাজারের নিয়ন্ত্রক দেশের বড় কোম্পানিগুলোর হাতে। চলমান মুরগির গোশতের দাম কমানোর অংশ হিসেবে গত বৃহস্পতিবার বড় কোম্পানিগুলোর সাথে আলোচনায় বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আলোচনা শেষে বড় কোম্পানিগুলো ১৯৫ টাকায় ব্রয়লার মুরগি বিক্রির ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী দেশের বড় চারটি কোম্পানির খামার থেকে ১৯০-১৯৫ টাকা কেজিতে মুরগি বিক্রি শুরু করেছে। তাতে বাজারেও ভোক্তা পর্যায়ে ব্রয়লার মুরগির দাম কমতির দিকে বলে জানা গেছে। বড় কোম্পানিগুলো হলো কাজী ফার্মস, আফতাব বহুমুখী ফার্মস, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি।
ভোক্তা অধিদফতরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জানান, এরই মধ্যে ঘোষিত দামে কোম্পানিগুলো মুরগি বিক্রি শুরু করেছে। তাতে বাজারে ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে। দু-তিন দিনের মধ্যে বাজারে দাম আরো কমে আসবে।
কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, আমরা পোলট্রি ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ফার্ম থেকে সরাসরি মুরগি বিক্রি করবো। ফার্ম থেকে মুরগি যাওয়ার পর কয়েক হাতবদল হয়, দাম বেড়ে যায়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি উৎপাদন বাড়াব, তাতে দাম একটু কমবে বাজারে।
এ দিকে গত শনিবার ভোক্তা অধিদফতরের কর্মকর্তাদের সাতটি দল রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছেন। অভিযানকালে অধিদফতরের কর্মকর্তারা দেখেন, রাজধানীর নিউমার্কেট বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৪০ থেকে ২৪৫ টাকায় বিক্রি হয়েছে। আর কাপ্তানবাজারে পাইকারিতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২১০ টাকার কাছাকাছি দামে।
ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল বলেন, কাপ্তানবাজারে পাইকারিতে প্রতি কেজি ২০০ টাকার কমে ব্রয়লার মুরগি আসতে শুরু করেছে। তাতে খুচরা বাজারে মুরগির দাম আরো কিছুটা কমে আসবে।


আরো সংবাদ



premium cement