ভারতের বিপক্ষে জয়টা আনন্দের : কোচ ছোটন
- ক্রীড়া প্রতিবেদক
- ২৫ মার্চ ২০২৩, ০০:১৭
বয়সভিত্তিক সাফ বা সিনিয়র লেভেলের গণ্ডি পেরিয়ে বিশ্বকাপ বাছাই বা অন্য আসর। প্রতিপক্ষ ভারতকে পেলে সব সময়ই বাঘের গর্জন বাংলাদেশের। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সেই গর্জনেই কুপোকাত প্রতিবেশী দেশটি। যদিও জয়টা এসেছে আত্মঘাতী গোলে। এরপরও ভারতের বিপক্ষে জয়ের মজাই আলাদা। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, আত্মঘাতী গোল তো খেলারই অংশ। আমরা ক্রমাগত চাপের মধ্যে রেখেছিলাম তাদের। তাই আত্মঘাতী গোল হয়েছে। আর ভারতের বিপক্ষে জয় পাওয়াটা অবশ্যই আনন্দের। কোচ যোগ করেন, ভারত ও বাংলাদেশের ম্যাচ সব সময়ই উপভোগ্য হয়। এই ম্যাচও দারুণ উপভোগ্য হয়েছে। আমরা শুরু থেকেই আক্রমণাত্মক ভূমিকায় ছিলাম।
বাংলাদেশের কোচের মুখে গোলরক্ষক সঙ্গীতা রানী দাসের প্রশংসা। সঙ্গীতা অনূর্ধ্ব-১৫ সাফ থেকেই ভালো করে আসছে। ক্রমান্বয়েই উন্নতি করছে সে। শেষ মুহূর্তে দারুণ এক সেভ করেছে। সাথে অধিনায়ক রুমা আক্তার কিছু ভুল করায় অসন্তুষ্টি কোচের। ভারতীয় কোচ পি ভি প্রিয়ার মতে, দুই দলই সমান তালে খেলেছে। তবে বাংলাদেশের আক্রমণটা ভালো ছিল বলেই আমাদের ডিফেন্ডারের ভুলে আত্মঘাতী গোল হজম করতে হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা