২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
সিলেটে ফুডপ্যাক বিতরণ

রমজানে সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ান : জামায়াত

-

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআন নাজিলের মাস মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। পবিত্র এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে সাধ্যমতো সহযোগিতা নিয়ে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। পবিত্র মাহে রমজানে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। এর মাধ্যমে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ প্রশস্ত হয়। জামায়াতে ইসলামী সব সময় মানবতার কল্যাণে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগরীর শাহপরাণ পূর্ব থানা জামায়াতের উদ্যোগে শহরতলির মেজরটিলা (ইসলামপুর) এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে ফুডপ্যাক উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমির শামীম আহমদের সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনজুর রহমান, ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ ফরহাদ হোসেন, ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা শাহ মাহমুদুল হক, নাসির উদ্দিন চৌধুরী, হোসেন আহমদ চৌধুরী, নিজাম উদ্দিন, আব্দুল জলিল, ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, জামায়াত নেতা মাহবুবুর রহমান, আলমগীর হোসেন, কামাল মিয়া, শফিকুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ ও আব্দুল্লাহ সাদিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা হিফজুল হক, হাবিবুর রহমান, নিজাম উদ্দিন, মাওলানা আব্দুর রহিম, শিহাব উদ্দিন মান্না, মাওলানা আব্দুল ওয়াদুদ ও আজহার উদ্দিন রিপন প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement