৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯, ৭ রমজান ১৪৪৪
`

রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষমতা শেখ হাসিনাকে দেয়া হয়েছে

দলের প্রার্থী কে, তা এখনই প্রকাশ করা হবে না
-

দলের রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন। বাংলা ট্রিবিউন।
ওবায়দুল কাদের বলেন, আমি সংসদীয় দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। আমাদের দলের ঐক্যের প্রতীক দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব জল্পনা-কল্পনার অবসান ঘটাবেন।
সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন। জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। এর আগে দলের প্রার্থী কে, তা প্রকাশ করা হবে না।
সূত্র জানায়, সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের এলাকামুখী হতে বলেন। তিনি বলেন, উন্নয়ন কাজ চলছে, চলবে। কিন্তু মানুষের কাছে ভোট চাইতে হবে। এর আগে গত ২৫ জানুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী সিইসির কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৩ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার করা যাবে ১৪ ফেব্রুয়ারি।
এরপর সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অবশ্য রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহারের দিনেই একক প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের পর একাধিক প্রার্থী থাকায় একবার মাত্র রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রয়োজন হয়েছে। এ ছাড়া প্রতিবারই একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১৯৯১ সালে ক্ষমতাসীন বিএনপির পাশাপাশি তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়ায় সেবার রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রয়োজন হয়েছিল।


আরো সংবাদ


premium cement
সুশাসনের অভাবে বৈষম্য ও দারিদ্র্য বাড়ছে সোনাগাজীতে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐতিহাসিক সত্যের সন্ধানে ‘মিয়ানমারে গনতন্ত্র পুনরুদ্ধার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র’ নীতিবিহীন ভোটের রাজনীতি সুলতানার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে : আইনমন্ত্রী সাংবাদিক শামসের বিরুদ্ধে আরো মামলা হচ্ছে বলে শুনেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে ছাত্রলীগ নেতাকে নির্যাতন : আ'লীগ নেতার বিচার দাবি কলারোয়ায় বাসে চাকায় পিষ্ট হয়ে সাইকেলচালক নিহত আইনের শাসন ফিরিয়ে আনার জন্য আমাদের এই আন্দোলন : মির্জা ফখরুল পরকীয়ার জেরে সিএনজিচালককে পিটিয়ে হত্যা

সকল