২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ঘটানোর আহ্বান

-

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের উদ্যোগে চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার পলাশী-নীলক্ষেতের ব্যানবেইস ভবনের বিএনসিইউয়ের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর বিভিন্ন স্কুলের ৩০ শিক্ষক ও ৪৫ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সত্য প্রসাদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সোহেল ইমামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইসেস্কোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ আদেল স্মেদা।
বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পরিবেশবান্ধব, টেকসই ও তথ্যপ্রযুক্তি উন্নয়ন ঘটানোর আহবান জানান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement