২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বইয়ের ওপর সওয়ার হয়ে সরকারবিরোধী অপতৎপরতা চলছে : শিক্ষামন্ত্রী

-

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, শেখ হাসিনার সরকারকে জনগণের রায় উপেক্ষা করে ধাক্কা মেরে ফেলে দেয়া যাচ্ছে না, পেছনের দরজা দিয়ে এসে অপসারণ করা যাচ্ছে না, তাই আজকে এই অপশক্তি বইয়ের ওপর সওয়ার হয়েছে। বইয়ের ওপর সওয়ার হয়ে তারা সরকারবিরোধী অপতৎপরতায় নেমেছেন। গতকাল রোববার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষমন্ত্রী বলেন, এ অপপ্রচারগুলো নৌকার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে সারা জীবনই ছিল। কিন্তু আওয়ামী লীগ তার জন্মলগ্নে বলেছিল, আওয়ামী লীগ কুরআন সুন্নাহ্ বিরোধী কোনো কিছু করবে না।
মন্ত্রী বলেন, একদম প্রথম অভিযোগ উঠল নবম-দশম শ্রেণীর ইতিহাস বইতে ভুল। একটা তথ্যগত ভুল ছিল, সাথে সাথে আমরা সংশোধন করেছি। আরো কয়েকটি বলা হয়েছিল ভুল, সেগুলোও একভাবে বলাছিল কেউ কেউ বলেছেন একটু ভিন্নভাবে বলতে আমরা তা পাল্টে দিয়েছি। সাথে সাথে সংশোধনী চলে গিয়েছে। নবম-দশম শ্রেণী বইগুলো ২০১৩ সালের বই। এই বইগুলো ১০ বছরে আমাদের নিশ্চয়ই নজরে আসা উচিত ছিল কিন্তু কারো নজরে আসেনি।


আরো সংবাদ



premium cement