ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২৬
রাজধানীর ভাটারায় রান্না করতে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন আবদুল মজিদ সিকদার (৭০) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৪৮)। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ভাটারা থানার ওসি আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভাটারার ১০০ ফিট সাইটনগর এলাকার নিজস্ব ছয়তলা ভবনের তিনতলায় বসবাস করতেন ওই দম্পতি। ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গিয়েছিলেন। গ্যাসের সিলিন্ডারে সম্ভবত লিকেজ ছিল। চুলা জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আবদুল মজিদ শিকদার দগ্ধ হন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তাসলিমা বেগমও দগ্ধ হন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দিকে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দু’টি ইউনিট পাঠানো হয়েছিল। ওই এলাকার ১০৬ নম্বর বাড়ির ছয়তলা ভবনের তিনতলায় আগুন লেগেছিল। নিহতদের নিজস্ব ভবন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের দুই ছেলে ইতালি প্রবাসী। ওই বাড়িতে তিনতলায় স্বামী-স্ত্রী থাকতেন। তবে অন্যান্য ফ্ল্যাটে ভাড়াটিয়া ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা