খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি নজরুল সম্পাদক রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০৫
ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের নির্বাচনে শেখ নজরুল ইসলাম সভাপতি ও রিজভী নেওয়াজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে তারা জয়লাভ করেন। নির্বাচনে মোট ৩৪৩ জন ভোটারের মধ্যে ২৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৬৯ ভোট পেয়ে খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী পিটিবির আশীষ কুমার দে পেয়েছেন ৮৪ ভোট। সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি শেখ মো: রিজভী নেওয়াজ ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ পেয়েছেন ৮৬ ভোট। এর আগে অন্যান্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হন। নির্বাচিতরা হলেন সহসভাপতি মো: বদিউজ্জামান ও সেলিনা সিউলি, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ মুয়াজ ও মো: আরিফুজ্জামান মামুন, কোষাধ্যক্ষ শাহ নেওয়াজ খান সুমন, সাংগঠনিক সম্পাদক রোজিনা রোজী, দফতর সম্পাদক নাসির আহমাদ রাসেল, কল্যাণ সম্পাদক আলিউল আজীম রাজু, প্রচার-প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো: হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মো: মনিরুল ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক আবু আবদুল্লাহ আল শাফী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা