২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকায় আন্তর্জাতিক হিসাববিজ্ঞান সম্মেলন শুরু

-

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ একাউন্টিং অ্যাসোসিয়েশন-বিএএ এবং ইন্ডিয়ান একাউন্টিং অ্যাসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশন-আইএএআরএফ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। গতকাল শনিবার সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। সম্মেলনের সভাপতিত্ব করেন সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ভবতোষ ব্যানার্জি এবং আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. শ্যাম সুন্দর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ।
বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান, কোষাধ্যক্ষ হায়দার আহমেদ খান এফসিএ, ডিবেট ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট হাসান আহমেদ চৌধুরী কিরণসহ বিএএ’র সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন। দুই দিনব্যাপী এ সম্মেলন আজ রোববার শেষ হবে। এ দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রউফ তালুকদার।


আরো সংবাদ



premium cement