১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

গণসমাবেশ সফলের ঘোষণা সাদা দলের

-

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের হামলা, গুলিবর্ষণ, কার্যালয়ের ভেতরে পুলিশের তল্লাশি অভিযানের প্রতিবাদ ও সারা দেশের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাবির জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় তারা ১০ ডিসেম্বর সমাবেশে যোগ দিয়ে সমাবেশ সফল করার ঘোষণা দেয়।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে অনুষ্ঠিত মৌন প্রতিবাদ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সাদা দলের নেতারা।
তবে সাদা দলের কর্মসূচি শুরুর আগেই সকাল ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় উপসমাজসেবা সম্পাদক তানবীর হাসান সৈকতের নেতৃত্বে সাদা দলের কর্মসূচিস্থলে গত ১২ নভেম্বর টিএসসিতে অনুষ্ঠিত হওয়া ‘জ্বালাও-পোড়াও-অগ্নিসন্ত্রাস : মানুষ হত্যার রাজনীতি’ শীর্ষক চিত্র প্রদর্শনীর ছবিগুলো রেখে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর মধ্যেই নির্ধারিত সময়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমানের নেতৃত্বে শিক্ষকরা অবস্থানে দাঁড়ান। মৌন অবস্থান শেষে অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে আমাদের এই মৌন অবস্থান কর্মসূচি। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি এবং একই সাথে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি। একই সাথে আগামী ১০ তারিখ ঢাকার গণসমাবেশে যোগ দিয়ে সফল করার ঘোষণা দিচ্ছি।
এ সময় অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক আব্দুর রশীদ, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক সিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক শাহ এমরান, অধ্যাপক আল আমিন, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, অধ্যাপক মুহম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক মো: মিজানুর রহমান, অধ্যাপক মাজহারুল আনোয়ার, অধ্যাপক দেবাশীষ পালসহ সাদা দলের আরো শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
কাঁঠালিয়ায় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কিশোরে মৃত্যু সালমান খানের বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ২ আরো দুই সদস্য বাড়িয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে অপরাধ না করেও আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে : মির্জা ফখরুল লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে শিশুর মৃত্যু ধূমপান করতে নিষেধ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বড় বোনের বৌভাতের গিয়ে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত চুয়াডাঙ্গা দর্শনায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক চেয়ারম্যান মাহবুবার রহমানের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

সকল