২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিএনপিসহ বিরোধী দলের ওপর দমনপীড়নের তীব্র নিন্দা গণসংহতি আন্দোলনের

-

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে, ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে ও আন্দোলন ঠেকাতে সরকারের নানা অপকৌশল এবং বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার ও দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, এই সরকারের নৈতিক পরাজয় হয়ে গিয়েছে। এরা সমাবেশ করা নিয়ে দ্বিচারিতা করছে। মুখে সভা-সমাবেশের অধিকার অবারিত আছে বলে বাস্তবে সরকার এক দিকে একের পর এক সঙ্ঘাতের উসকানি দিয়ে যাচ্ছে। অন্য দিকে ১০ ডিসেম্বরের বিএনপির ঢাকার সমাবেশ বানচাল করতে ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে। এরা দেশব্যাপী বিরোধীদলগুলোর আন্দোলনের উত্থান এবং ঐক্যের প্রয়াস দেখে প্রচণ্ড ভয়ে ভীত হয়ে পড়েছে। নিজেরা ভয় পেয়ে তারা এখন জনগণকে ভয় দেখাচ্ছে। মূলত জন সম্মতিহীন এ সরকারের রাজনীতিতে আর কোনো নৈতিক জায়গা নেই। তাই কর্তৃত্ববাদী ও দানবীয় কায়দায় রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে সব আন্দোলন দমন করতে চায়। নেতৃবৃন্দ গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে বলেন, অবিলম্বে বিএনপিসহ বিরোধীদলগুলোর আশু যেকোনো গণতান্ত্রিক কর্মসূচির ওপর বাধা দেয়া বন্ধ করে সভা-সমাবেশের অধিকার কার্যকর করতে হবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement