২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জাপানে রফতানি হবে দেশের চামড়াজাত পণ্য

-

জাপানে রফতানি হবে দেশের চামড়াজাত পণ্য। বাংলাদেশ থেকে চামড়া, কৃত্রিম চামড়া ও চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্য আমদানি করবে জাপানের কোম্পানি ইরিশা লিমিটেড। দেশের এক্সপো গ্রুপের উৎপাদিত এসব পণ্য জাপানের বাজারে বিপণন করবে কোম্পানিটি।
জাপানের রাজধানী টোকিওতে গত বৃহস্পতিবার এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এবং ইরিশা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবর্ণা নন্দী নিজ নিজ কোম্পানির পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় এক্সপো গ্রুপের অক্সিজেন ব্র্যান্ডের চামড়াপণ্য, এক্সপো কৃত্রিম চামড়া ও চামড়াপণ্য, ফোম, মেট্রিকস, পিলো এবং রাঙামাটি ফুড প্রোডাক্টসের উৎপাদিত কেমিক্যালমুক্ত কৃষি পণ্য যাবে জাপানে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী বলেন, ইরিশা লিমিটেড জাপানের ক্রেতাদের কাছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। জাপানের বাজারে ইরিশার মাধ্যমে বছরে এক কোটি ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে এক্সপো গ্রুপের। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement