২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হাইকোর্টে ঢাকাসহ ৬ জেলার ২০০ বিএনপি নেতাকর্মীর জামিন

-

ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন থানায় দায়েরকৃত পৃথক রাজনৈতিক মামলায় ২০০ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বিএনপি নেতাকর্মীরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাদেরকে স্ব স্ব দায়রা আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।
জামিনপ্রাপ্তদের মধ্যে ঢাকা জেলার ৮০ জন, গাজীপুরের ৪৫জন, নারায়ণগঞ্জের ২০, মানিকগঞ্জের ২৮ জন, টাঙ্গাইলের ২২ জন এবং ময়মনসিংহের ৫ জন বিএনপি নেতাকর্মী রয়েছেন বলে তাদের আইনজীবী অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ জানিয়েছেন।


বিএনপি নেতাকর্মীদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আবদুল জব্বার ভূইয়া, মোহাম্মদ মাহবুবুর রহমান খান, মো: মাকসুদ উল্লাহ, রবিউল আলম সৈকত, মো: রুহুল, নুরুল হুদা, জুয়েল মুন্সী সুমন, নূরে আলম সিদ্দিক সোহাগ, নাহিদুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান জানান, রাজনৈতিক মামলায় ঢাকা মহানগর বিএনপি নেতা সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল, হুমায়ুন কবির, শহিদুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এইচ মামুন ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সজল, সাবেক মহানগর ছাত্রদল সভাপতি মাজহারুল ইসলাম যোসেফ, মো: শাহেদসহ প্রায় ২০০ বিএনপি নেতাকর্মীর হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন।


আরো সংবাদ



premium cement
‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩

সকল