১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
তমদ্দুন মজলিসের সভায় বক্তারা

মুন্সী মেহেরউল্লাহ ছিলেন ব্রিটিশ বাংলার শ্রেষ্ঠ ইসলাম প্রচারক

-

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে ইংরেজ আমলে মুসলমানদের খ্রিষ্টান বানানোর হীন চক্রান্তের দ্বার উন্মোচনকারী প্রখ্যাত ইসলাম প্রচারক মুন্সী মহম্মদ মেহেরউল্লাহ স্মরণে গত শনিবার রাতে ভার্চুয়াল মিডিয়ায় এক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, মুন্সী মেহেরউল্লাহ ছিলেন ব্রিটিশ বাংলার শ্রেষ্ঠ ইসলাম প্রচারক। পলাশীর বিপর্যয়ের পর থেকে এদেশে খ্রিষ্টান পাদ্রিদের অপতৎপরতা বৃদ্ধি পায়। মুন্সী মেহেরউল্লাহ একজন দর্জি দোকানদার হয়েও খ্রিষ্টানদের এ অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান।
গতকাল সাহিত্যসভায় তমদ্দুন মজলিস ঢাকা মহানগরের সভাপতি মো: আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন তমদ্দুন মজলিসের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেক, সাবেক কূটনৈতিক অধ্যাপক ড. মুহাম্মাদ সিদ্দিক। এ ছাড়াও আলোচনা করেন বিশিষ্ট কথাশিল্পী ও সাহিত্যিক ড. ফজলুল হক তুহিন, বিশিষ্ট লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী এবং তমদ্দুন মজলিসের অন্যতম সদস্য মোহাম্মদ তাওহিদ খান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement