২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এসএসসি ও দাখিল ভোকেশনালে পাসের হার ৮৯ শতাংশ

-

চলতি বছরের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৮৯ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার পাসের হার ছিল ৮৮ দশমিক ৪৯ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৫৫ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ১৮৭ পরীক্ষার্থী।
গতকাল সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা। পরে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি ও দাখিল ভোকেশনালের পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ১৬৫ জন।


আরো সংবাদ



premium cement