২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের টাকা অনলাইন পদ্ধতিতে জমা ও বণ্টনের অনুরোধ

-

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স থেকে আয়কর, কল্যাণ ফি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ও সার্ভিস চার্জ সোনালী ব্যাংক কর্তৃক অনলাইন পেমেন্ট পদ্ধতিতে জমা ও খাতওয়ারি বণ্টন করার অনুরোধ জানিয়ে অফিসিয়ালি নোটিশ দেয়া হয়েছে।
গত ২২ নভেম্বর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপ-সচিব) মো: জাকির হোসেন স্বাক্ষরিত নোটিশটি সোনালী ব্যাংক লিমিটেডের (প্রধান কার্যালয়, মতিঝিল) জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো হয়। ব্যুরোর প্রশাসনিক চিঠিতে বলা হয়েছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আয়, অন্যান্য ফি ও সার্ভিস চার্জ সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃক অনলাইন পেমেন্ট পদ্ধতিতে জমা ও খাতওয়ারি বিতরণ করার লক্ষ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সোনালী ব্যাংক লিমিটেডের মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক ‘বিএমইটি ডিজিটাল সার্ভিসেস’ নামে সোনালী ব্যাংক লিমিটেড, কাকরাইল ঢাকা শাখায় একটি কারেন্ট অ্যাকাউন্ট (জেনারেল) খোলা হয়েছে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সংক্রান্ত ফি এই হিসাবে জমা গ্রহণ এবং খাতওয়ারি প্রাপকের ব্যাংক হিসাবে বণ্টনের কথা বলা হয়।


খাতওয়ারি বণ্টনের মধ্যে রয়েছে, দলীয় বহির্গমন ছাড়পত্রের ফির (কর্মীপ্রতি) মধ্যে দক্ষ কর্মী সত্যায়িত ফি (সৌদি আরব) ৫ হাজার ৮৯০ টাকা এবং অদক্ষের জন্য ৫ হাজার ৪৯০ টাকা ফি। একক বহির্গমন ছাড়পত্রের জন্য ফি (কর্মীপ্রতি) অসত্যায়িত ভিসার জন্য (সৌদি আরব) ৫ হাজার ১৯০ টাকা ও সত্যায়িত ভিসার জন্য (সৌদি আরব ব্যতীত অন্যান্য দেশ) ৪ হাজার ৯৪০ টাকা এবং অসত্যায়িত ভিসার জন্য ৫ হাজার ৯০ টাকা করে জমার পাশাপাশি স্মাটকার্র্ড গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত আরো ২৫০ টাকা চার্জ আদায়যোগ্য হবে বলে মন্তব্যের ছকের মধ্যে উল্লেখ রয়েছে।


উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত নোটিশে আরো বলা হয়, আদায়যোগ্য টাকা অনলাইন পেমেন্ট পদ্ধতিতে সোনালী ব্যাংক কাকরাইল শাখায় জমা গ্রহণ করে সংশ্লিষ্ট বেনিফিশিয়ারিস অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড অনলাইন সার্ভিস প্রোভাইডার (আমি প্রবাসী লিমিটেড) বরাবর রিয়াল টাইমে বণ্টনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রতি মাসের ৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের জমা ও বণ্টনের প্রতিবেদন পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী

সকল