২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রাখাইনে বন্দী সেনা জান্তার বিমান হামলায় নিহত

-

উত্তর রাখাইনে আরাকান আর্মির হাতে আটক কমপক্ষে দুইজন জান্তা সেনাসদস্য মিয়ানমারের সরকারি সামরিক বিমান হামলায় নিহত হয়েছে। গত এক সপ্তাহে আরাকান আর্মি নিয়ন্ত্রিত কারাগারগুলোতে বিমান হামলায় তারা নিহত হন। এ সময় আটক বেশ কয়েকজন সেনাসদস্য আহত হয়েছেন। খবর ইরাবতি।
গত ২৩ সেপ্টেম্বর তিনটি জান্তা বিমান আরাকানের মংডু শহরতলীর একটি পাহাড়ের চূড়ায় দু’টি কারাগারে ৩০ মিনিটের হামলা চালায়। কারাগারটিতে মিয়ানমার জান্তা সরকারের কিছু সৈন্যকে আটক করে রেখেছে রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। হামলায় দুইজন জান্তা সেনা নিহত হয়েছে। আরাকান আর্মির তত্ত্বাবধানে গুরুতর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত বন্দীদের চিকিৎসায় সামরিক বাহিনীকে বলা হলেও তাতে সাড়া পাওয়া যায়নি বলে দাবি জানিয়েছে আরাকান আর্মি।
আরাকান আর্মি প্রকাশিত একটি ভিডিওতে মিয়ানমার সামরিক বাহিনীতে ২০ বছরের বেশি সময় ধরে কর্মরত আহত একজন সার্জেন্ট নিজেকে অনিরাপদ বলে মন্তব্য করেছেন। বিমান হামলায় আহত অং অং নামের ওই সার্জেন্ট আরাকান আর্মির কাছে বন্দী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
মিয়ানমার জান্তা বাহিনীর ১৫০ জনেরও বেশি সেনাসদস্য যারা দলত্যাগ করেছে কিংবা আত্মসমর্পণ করেছে তারা বর্তমানে আরাকান আর্মির হাতে আটক রয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে অজ্ঞাত স্থানে চলে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। আটকদের মধ্যে যারা আর সরকারি বাহিনীতে যেতে চান না তাদের আরাকান আর্মিতে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়।
গত নভেম্বরে রাখাইনে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে রাখাইনের বুথিডং, মংডু, রাথেডাউং, কিয়াউকতাও, মিনবিয়া ও ম্রাউক অঞ্চলের পাশাপাশি শিন রাজ্যের সীমান্তের পালেতওয়া শহরে সংঘর্ষ হয়। সংঘর্ষে জান্তা বাহিনী অন্তত ৩৬টি ঘাঁটি ও ফাঁড়ি হারিয়েছে। যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রাখাইনে অবরুদ্ধ গ্রামে খাদ্যাভাব : এ দিকে সংঘর্ষের কারণে রাখাইন রাজ্যের উত্তর মংডু এলাকার বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। সেখানে খাদ্যাভাব চরম আকার ধারণ করেছে। চিকিৎসা ব্যবস্থাও ভেঙে পড়েছে। কোনো ওষুধও নেই। গত আগস্টের শুরু সেনা ফাঁড়িগুলো আরাকান আর্মির দখলে চলে যাওয়ার পর থেকে সেখানকার বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়ে।

 


আরো সংবাদ



premium cement