২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিমানবাহিনীর ২১ বীর মুক্তিযোদ্ধাকে বিমানবাহিনী সদস্য কল্যাণ সমিতির সংবর্ধনা

-

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিমানবাহিনীর খেতাবপ্রাপ্তসহ মোট ২১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়েছে।
বিমানবাহিনী দিবস উপলক্ষে বুধবার রাজধানীর স্কাইলাইন রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে অবসরপ্রাপ্ত বিমানবাহিনী সদস্য কল্যাণ সমিতি।
বাহিনীর সংবর্ধনা পাওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন- ডিআইজিপি (অব:) বীর প্রতীক কাজী জয়নাল আবেদীন, মেজর (অব:) বীর প্রতীক আলী আশরাফ,
(অব:) বীর প্রতীক রতন আলী শরিফ, বীর প্রতীক হেলালুজ্জামান, বীর প্রতীক এস এম নুরুল হক, স্কোয়াড্রন লিডার (অব:) হোসাইন আহমেদ, স্কোয়াড্রন লিডার (অব:) কাজী মফিজুল ইসলাম, মরহুম ক্যাপ্টেন মোহাম্মদ আলীর (সমিতির প্রতিষ্ঠাতা উপদেষ্টা) পক্ষে তার বড় ছেলে মহিউদ্দিন সিদ্দিক (বাবু), এমটি ফিটার মোস্তফা মোমেন, আর্মামেন্ট ফিটার জাফর আহমেদ, এয়ারগানার হাফিজ খান, সরবরাহ সহকারী আব্দুল মান্নান, জেনা: ইঞ্জি. খুরশীদ আলম, এমটি ফিটার রজব আলী, ক্লার্ক জিডি হুমায়ুন কবির, প্রভোস্ট নুরুল হক, ফ্লাইট ইঞ্জি. হাসমত উল্লাহ, ইএন্ডআই আবুল খায়ের, প্রভোস্ট আবুল বাশার, ইনস্ট্রুমেন্ট সাইফ উল্লাহ এবং এমটিও আমজাদ হোসেন।
সমিতির সভাপতি এম এ বাশার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মিয়া এইচ জাকির, সমিতির সহসভাপতি মো: সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মো: মোবারক উল্লাহ, প্রধান পরামর্শক আনোয়ার শরীফ প্রমুখ।


আরো সংবাদ



premium cement