২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
অসাধু ডিলারদের কারসাজি

কাহালুতে আমন মৌসুমে ইউরিয়া সার পাচ্ছে না কৃষক

-

বগুড়ার কাহালু উপজেলায় অসাধু ডিলারদের কারসাজিতে চলতি আমন মৌসুমে সার পাচ্ছেন না কৃষকরা। ডিলারদের দোকানে সার না পেয়ে বিষণœ মনে ফিরে আসতে হচ্ছে তাদেরকে। ডিলারদের ঘরে অল্প কিছু ইউরিয়া সার থাকলেও তা আবার জমাট বাধা। সরকারি মূল্যে এই জমাট বাধা ইউরিয়া সার কিনতে অনেক কৃষক অনীহা প্রকাশ করছেন। তবে কৃষি অফিস বলছে, কাহালুতে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, কোনো প্রকার সঙ্কট নেই। দু-এক দিনের মধ্যই ইউরিয়া সার পাবেন কৃষকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার নয় ইউনিয়ন ও এক পৌরভায় সার সরবারহ নিশ্চিতকরণে ১৩ জন বিসিআইসি ডিলার নিয়োগ দেয়া হয়েছে। তারা হলো মেসার্স বাহার এন্টারপ্রাইজ কাহালু বাজার, মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড সন্স কাহালু বাজার, মেসার্স গোলাম কিবরিয়া তিন দীঘি হাট, মেসার্স স্টার এন্টারপ্রাইজ আড়োলা বাজার, মেসার্স এশিয়া ট্রেডার্স মুরইল বাজার, মেসার্স বিশ্বাস ট্রেডার্স এরুইল বাজার, মেসার্স হাফিজার ট্রেডার্স জামগ্রাম হাট, মেসার্স কাহালু রাইচ মিল বিবিরপুকুর বাজার, মেসার্স শফিক অ্যান্ড ব্রাদার্স দুর্গাপুর বাজার, মেসার্স এমরান হোসেন শেখাহার বাজার, মেসার্স মাসুমা বেগম দরগাহাট, মেসার্স রহিম ট্রেডার্স বিবিরপুকুর বাজার ও মেসার্স তিন ভাই রাইচ মিল অ্যান্ড বয়লার দরগাহাট। এ ছাড়াও টিএসপি ও অন্যান্য নন ইউরিয়া সার বিক্রির জন্য ২৬ জন বিএডিসি ও ৯০ জন খুচরা ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement