২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দারিদ্র্য বিমোচনে বাউফল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা

-

বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ দারিদ্র্য বিমোচনে আত্মকর্মসংস্থানমূলক কাজে বাউফল উপজেলায় আর্থিক সহযোগিতা প্রদানকালে বলেন, ঈমানদ্বারের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর দেয়া নেয়ামতের হালাল ও সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা যেন জীবন গড়তে পারি। এটাই আল্লাহর নিয়ম ও রাসূল সা:-এর সুন্নাহর বিধান। আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরই কিছু ভাই-বোনেরা আর্থিক সহযোগিতা গ্রহণের মাধ্যমে নিজের পরিশ্রম ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যসহ হালাল উপার্জনের যে অভিব্যক্তি প্রকাশ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি এবং তাদের হাতে নগদ সহযোগিতা তুলে দিতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পর্যায়ক্রমে আমরা বাউফল উপজেলার সবখানে এ ধরনের সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ। বাউফলের উন্নয়নে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই।
বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র্য বিমোচনে আত্মকর্মসংস্থানমূলক কাজে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম কায়সারী, বাউফল উপজেলা সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, বাউফল সিনিয়র সালেহী মাদরাসার সাবেক অধ্যক্ষ ও বাউফল উপজেলা সাবেক আমির মাওলানা আব্দুল গনি, ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি আলী আজগর, সেক্রেটারি মাহাদি হাসান নাহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement