১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কারাবন্দী আলেমদের মুক্তি দাবিতে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

-

মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ কারাবন্দীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর। গতকাল বিকেলে বায়তুল মোকাররমে প্রথমে মিছিল করার চেষ্টা করলে সেখানে পুলিশ বাধা দেয়। পরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ করতে গেলে সেখানেও পুলিশ বাধা দেয়। এর মধ্যেই সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এতে প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ বলেন, দীর্ঘ দেড় বছর ধরে মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ দেশের কয়েকজন শীর্ষ আলেম, রাজনৈতিক নেতা ও শিক্ষাবিদ কারাগারে বন্দী। তাদের সাথে ন্যূনতম মানবিকতাও দেখানো হচ্ছে না। পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়া হয়নি দীর্ঘ দিন। মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ কয়েকজন অসুস্থ থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না। যা সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন।
তিনি আরো বলেন, উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষাবিদ কারাগারে বন্দী থাকার কারণে দেশের ছাত্রসমাজের পড়াশোনায় যে বিঘ্নতা সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই পূরণীয় নয়। তাই ছাত্রসমাজ নিজেদের শিক্ষকদের মুক্তির দাবিতে আজ রাজপথে নেমে এসেছে।
এ সময় তিনি দল-মত নির্বিশেষে সব ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকদের মুক্তির দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার বিপ্লবী আহ্বান জানান তিনি।
মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মাদ আবদুল আজিজের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিস ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা জাকির হুসাইন, যুব মজলিস ঢাকা মহানগরীর সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শেদ সিদ্দিকী, যুব মজলিস ঢাকা মহানগরীর বায়তুল মাল সম্পাদক মাওলানা আবদুল্লাহ আশরাফ, সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর ও মুহাম্মাদ কামালুদ্দীন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সকল